বন্ধু তোমার কাছে আমি কেনো আজ এতো অপ্রিয়?
হয় যদি হয় কখনো ইচ্ছে তোমার আমার খোজটুকু তুমি নিও;
হয়তো ছিলো তোমার আমার প্রতি কিছুটা রাগ আর কিছুটা অভিমান,
হয়তো ছিলো কিছু টা ভূল আমার,কিছুটা কথার বাম-ডান।
ছিলো তোমার সাথে ছিলো হয়তো চোখের আড়া-আড়ি,
কিবা ছিলো মুখের বাড়াবাড়ি,
তাই বলে কি বন্ধু তুমি এতো তাড়াতাড়ি -
যাবে ভূলে যাবে আমার বাড়ি।


ছিলো তোমার সাথে আমার কতো নরম-কোমল স্মৃতি-
আর ছিলো তোমার প্রতি আমার ভীষণ-ভীষণ প্রীতি।
জানি গিয়েছো ভূলে তোমার সব  প্রতিশ্রুতি-
আর নষ্ট সব যা ছিলো অনুভূতি।
আজ আমার থেকে নিলে তুমি নিলে দীর্ঘ ছুটি,
ভেংগে দিয়ে বন্ধুত্বের পরম-নরম জুটি।