সময়ের হাত ধরে-
আদরে-অনাদরে;
কতো না বড়ো  গেছি হয়ে গেছি আমি আজ-
প্রথমেতে পরিবার,পরে'তে চিনেছি সমাজ।


পারি নি আমি জীবনের ই প্রথম কিছু ধাপে-
কখনো কখনো নিজেকে নিজের সাথে মেলাতে খাপে খাপে;
ছিলো তখন ছিলো মনে  আমার হাল্কা- মৌন লাজ-
সব ছাড়িয়ে আমি কতো না বড়ো হয়ে গেছি আজ।


পুকুর  জলে-
খেলার ছলে;
কতো না আমি চড়াতাম কাগজের ইচ্ছে ভেলা-
যখন ছিলো আমার ছিলো সেই ছোট্ট
বেলা;
তখন ছিলাম শোনো আমি ভীষণ এক ভীষণ স্বপ্নবাজ-
সময়ের স্রোতধারায় এই আমি হলাম কতো না বড়ো  আজ।


এঁকেছি কৈশোরের আমি কতো না মনের  ছবি-
লিখে কবিতা আমি শত,পেয়েছিলাম
খেতাব কবি;
আর ছিলো আমার ছিলো মনের হাজার রঙিন সাজ ;
সব পেরিয়ে এই আমি কতো বড়ো হয়েছি আজ।


যখন দিলাম পা  দিলাম আমি যৌবনে-
তখন আসিলো এগিয়ে যাবার কতো ভাবনা আমার মনে;
পড়ে নি তো অলসতার একটুকুও তাতে ভাজ-
কারণ আমি অনেক বড়ো হয়েছি আজ।