ওরে ও মাতৃভূমি –
আমার দেশ-জননী;
মমতার খনি-
কিছু কি জানছো না গো তুমি?
তোমার কোলে কতো জীবন অকালে –
হারাচ্ছে রোজ বিকেলে-সকালে।
হয়ে নির্মম হত্যার শিকার-
কে দিয়েছে কাকে বলো এমন নিষ্ঠুরতার অধিকার?


কতো নারী হারিয়ে সম্মান-
বিলিয়ে দিচ্ছে প্রাণ।
তোমার সোনার মাটিকে নিরীহের রক্তে লাল-
করছে যেসব মৃত্যুর দালাল।
হবে না কভু বুঝি তাদের সবার বিচার?
ওরে ও দেশ-মা;
তুমি বলে দাও না ।
কতো সময় বাকী আর ন্যায় প্রতিষ্ঠার?


তোমার বুকে বলো আর কবে?
নতুন করে জন্ম হবে।
শেখ মুজিব ,জিয়াউর রহমান কিবা এ.কে ফজলুল হক।
ছড়াতে নীতির আলোক।
কবে হবে অন্যায়ের প্রতিবাদ-
তুলে সাহসী দু-হাত?
চলো বাঙ্গালী আজ হয়ে এক সাথ-
রুখে দিই সব অন্যায় অপরাধ।