ওরে খুকী-
হোস না দুখী;
আজ রাখবো তোর বায়না-
দেবো কিনা আয়না।


আজ চাইতে তুই কিছু না করিস ভূল;
এনে দিবো তোকে আমি মাটির ও পুতুল-
আর তোর কানের সোনা-রুপার দুল;
আর আলগা খোপার চুল।


তোকে কিনে দিবো দু হাতের  চুড়ি আমি;
আর রঙিন জামা ভীষণ ভীষণ দামী।
আর তো করিস নে ওর তুই পাগলামী;
নাহয় এখন হয়ে যাবো খুকী তোর বদনামী।


লাগবে কি তোর আর গয়না?
নাকি কথা বলা ময়না!
শোন তোর কান্না যে আমার আর সয়না;
তোর মতো মিষ্টি মেয়ে যে এ জগতে আর দুইটা হয়না।


ওরে শোন খুকী শোন-
তুই কাদলে আমার মন খারাপ হয় ভীষণ;
তুই যে আমার প্রাণ -
তোর জন্য ই আমার এই আজ ছন্দ-কাব্য-গান।