আরেকটি বছর ঘুরে-
আবারো আকাশ জুড়ে;
উঠিলে ঈদের ও নতুন চাঁদ-
বাড়িলো চিন্তা মনে কখন কাটিবে রাত।


হৃদয়ে উচ্ছ্বাস-
এযেনো এক দীর্ঘশ্বাস।
মুখে নিয়ে হাসি এক-রাশ-
আপন মনেই বাড়িলো উল্লাস।


একটি বছর পর এলে এই ঈদ -
বাজিলো আবার চির-চেনা সুরে ঈদ-সংগীত।
তবু যেনো নিস্তব্ধ চার-পাশ,আর জাগ্রত হইলো মনে অজানা ভীত-
যেনো এক ভয়াবহ অতীত।


হঠাৎ আসিলো স্মরণে-
আতঙ্কিত মনে -
দিন যে যাচ্ছে গুণে-গুণে;
মৃত্যু নামের ভয়ের ঘুণে।


লাল মাটি উঠিয়াছে ভরে-
মানব কবরে-
হৃদয় কাপিয়া ওঠে রাত্রী-ভোরে-
নতুন সব মরণের খবরে।


হয়তো হবে না আগের মতো দল-বেধে ঈদ-গাহে যাওয়া-
কিবা পেট ভরে মজাদার সব খাবার খাওয়া।
হয়তো হবে কারো সাথে তেমন-
আনন্দ-আলিঙ্গন কিবা কর-মর্দন।


তবু আমি জানিয়ে রাখি-
ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি।
দিন টি হোক আনন্দয়ক -
এই শুভকামনায়  জানাই তোমাকে কে আমি ঈদ মোবারক।