আজ আকাশে তারার মেলা হাজার-কোটি-লক্ষ-
জানো কি জানো কেউ এ কিসের উপলক্ষ?
আর জানো কি সেই জ্যোৎস্না-তারা -
আনলো বয়ে কোন সে খুশির ধারা ?
আসর জুড়ে আজ আনন্দ উৎসব হোক –
উপলক্ষে আমার কবিতার শতক।
আমায় দিলো ছায়া,দিলো মায়া,এই বাংলা কবিতার পাতা,
আপন-আপন মনঃ সুখ-আনন্দ মমতা গাঁথা-
কি কহিবো এখানে আর আলাদা করিয়া কাহার কথা-
সকলের প্রতি রইলো আমার সমান কৃতজ্ঞতা।
শিখেছি অনেক কিছু ,জানা-অজানা,
দিয়েছি মেলে আমি তাতে আমার ইচ্ছের ছন্দ ডানা;
পেয়েছি ভালোবাসা,আর ভীষণ অনুপ্রেরণা –
আর সকলের স্নেহ-মমতা কতো না।
পেয়েছি খুজে নিজেরে আমি কবিদের মাঝে আপন-স্বরুপ,
এক কথায় যেনো সবে ভীষণ মিশুক খুব।
সবার কাছে অনুরোধ আমার ,আগামী পথের শুভকামনা-
আর নব-নতুন কবির সকলের কিছুটা উৎসাহ উদ্দীপনা।