পেয়েছি ভালোবাসা আমি মায়ের কাছে,বোনের কাছে মায়া-
বাবা দিয়েছে আশ্রয়,ভাই এর কাছে ছায়া।
শাসন করেছে বাবা,মা দিয়েছে স্নেহ-
তাদের মতো এই দুনিয়ায় আর আমার আপন নাই কেহ;
ভাই দিলে ভাষণ,বোন করেছে আদর-
বিপদে পড়লে আমি, দুজনেই অশ্রুকাতর।
কখনো মা এর সাথে করলে রাগ,বোন ভাংগাতো অভিমান;
ঘুম না আসিলে মা আমার গাইতো ঘুমপাড়ানির গান।
কখনো হলে আমার পকেট ফাকা,
দিতো ভাই আমায় হাত খরচের টাকা;
কখনো হলে মন খারাপ খুব-
বোনের পাশেই বসে আমি,থাকতাম ভীষণ চুপ।
কভু করেছি ভূল আমি,কভু বা অন্যায় ,
নিজের কাঁধেই নিয়েছে বোন,আমার সকল ভুলের দায়।
হলে কখনো অসুখ ও মোর-
আমার মায়ের রাত কেটে হয় না আজ ও ভোর;
নিজে পায়ে হেটে ও কভু বাবা,দেয় নি আমায় হাটতে পথ-
রেখেছো আগলে মোরে দেহে থাকিতে ও ক্ষীণ রথ।
আমার জন্য তাদের মনে রয় সর্ব দোয়া;
তাদের ছাড়া কল্পনাকেও না যায় কভু ছোয়া।
হয়তো  কোথাও কখনো  আমি পাবো না কো আর -
এমন একটি পরিবার।