ঘটে যখন বিপদ ঘটে-
একটি জীবন বাচাতে গিয়ে হাজারো জীবন পড়ে সংকটে;


লাগে যদি আগুন লাগে-
পাল্লা তখন কে ছুটে কার আগে;


পুড়ে বারবার,কে হয় ছাড়খাড়-
কে রাখে তখন খোজ কার;


বাচাতে পারে জীবন যেজনে-
তাকায় না ফিরে সে আর পেছনে-


হয়ে দগ্ধ,হয় তক্ত-
কারো দেহ ভিজে রক্ত;


বন্ধ হয়ে নিঃশ্বাস-
পড়ে থাকে শুধু লাশ।


যখন বেলা-অবেলা,হয় মরণ খেলা-
বাতাসে ভাসে কান্নার ভেলা;


কে শুনে কার চিৎকার -
ছুটে পালায় সবে জীবন বাচিয়ে যে যার ;


হয় ধ্বংস,মানুষ বংশ-
মৃত্যুগুলো হয় বড়ো নৃশংস;


আর যখন থামে আগুন থামে-
আকাশ বেয়ে শোক নামে;


ভিড়ে থাকা সব জনজটে-
রটে শুধু গুজব রটে।