স্রোতের মতো ছুটছে কেমন ছুটছে আমার জীবনধারা-
সময় তোকে বলছি আমি, একটু খানি দাড়া-
বল না আমায় তুই আজ,তোর কিসের এতো তাড়া?
জীবনটা তো আছেই পরে-
সময় তোকে আকড়ে ধরে;
রাখিস ভীষণ যত্ন করে,যুগ-যুগান্তরে।
তোর কাছেই বন্দী আমি-
বন্দী আমার ভবিষ্যৎ-আগামী;
জীবনের পথেই অগ্রগামী।
সময় স্রোতে ভাসছি আমি,খাচ্ছি ভীষণ ডুব-
প্রতিদিন-প্রতিক্ষন নিয়ম মেনে খুব;
বদলে নানান রূপ।