আরে আজকালকার এ কেমন পোলাপান-
পড়া রেখে গল্প-কথায় সময় করে অবসান
আর তারা কন্ঠে তোলে আজব-সব গান-
হেডফোন দিয়া বন্ধ রাইখা দুই-কান।
অন-লাইন ক্লাসের নামে ডেটিং মারে-
জুম,ফেসবুকে কিবা মেসেঞ্জারে।
ইউটিউবেতে ভিউয়ার বাড়ে-
নতুন যদি কিছু ছাড়ে।
মোবাইল হাতে পুরো রাতটা জাগে-
অনলাইন প্রেমিকার মধুর ডাকে।
ব্লক মারে যদি কিছু মন্দ লাগে-
অভিমানে কিবা ভীষণ রাগে।
কেউ কাটায় সময় তাদের মোবাইল গেমে-
কেউ বা প্রেমিকার সাথে নোংরা প্রেমে-
কেউ নিজেরে বাধে ছবির ফ্রেমে;
পড়লে শেষে ট্রাফিক জ্যামে।
অনলাইনে কেউ করে লক্ষ টাকা আয়-
কেউ সব হারিয়ে হয়ে পরে অসহায়;
যান্ত্রিক জীবন এভাবে কেটে যায়-
যন্ত্রণা আর মানসিক সাজায়।