শোন রে যুবক,শোন রে কিশোর,শোনরে তরুণ-দল-
তারুণ্যের এই তাজা রক্ত তোদের টগবগিয়ে উঠবে কখন বল?
হাওয়ায় হাওয়ায় ,ঐ শোনা যায়,যুদ্ধের আহবান!
তোরা শোন পাতিয়া কান।
আর কতো বল গাইবি তোরা গাইবি সাম্যের গান?
এবার নাহয় বিজয়টাকে ছিনিয়ে তোরা আন।
দেখ তাকিয়ে,চোখ বাকিয়ে পেছনে দাড়িয়ে তোদের শত্রু-দল!
চাই নাকো আমি ঝড়ুক কভু মেয়ে হারানো কোনো মায়ের চোখের অশ্রু-জল।
অন্যায়-অবিচার-
তোরা বল কতো সইবি আর?
শত্রুকে কর প্রতিরোধ এবার-
নে প্রতিশোধ তোরা মান হারানো প্রতিটি বোনের হত্যার ।
নিয়ে আয় সুখের হাসি তোদের মায়ের মুখে-
আর যেনো না হয় ধর্ষণ কিবা যৌন নিপীড়ণ বাংলার বুকে