আমি ভাবছি শুধু ভাবছি বারবার-
জীবনের সাথে  আমি লড়বো কতো  আর?
আমার দৃষ্টি সুদূর ওই আকাশ পাড়ায়-
ইচ্ছের ই বদ্ধ খাচায় থাকছে পাহাড়ায়;
আমার স্বপ্ন ভাংগার গল্প গুলি আজ ও হয় নি কোথাও লেখা-
আমার জীবন যুদ্ধের মোকাবিলায় আমি ভীষণ একা;
আমি হয়ে আয়না,
করে বায়না;
নিজের কাছে নিজে চাইতে পারি না কিছু খুব ;
আমি জমে থাকা এক কথার  স্তুপ ;
কোথায়, কোথায়, কোথায় আমার ফেলে আসা স্মৃতির কৈশোর-
বয়সের সাথে তাল মিলাতে গিয়ে বদলে গেছে আমার পুরোনো ঐ স্বর।
নিজেকেই আমি নিজে আমি আগের মতন পারি না তেমন চিনতে-
চাইছি আমি  তাই অতীত গুলি সময়ের মূল্যে কিনতে।