কাটিয়ে দেওয়া আমার এই বেশকিছু দিন-
যাচ্ছে ভীষণ ভীষণ কঠিন;
আর চলছে  বেড়ে চলছে নানান রকম ঋণ।


আমি দাঁড়িয়ে,হাত বাড়িয়ে ডাকছি  সুখপাখি তোকে-
তুই না রাখিয়া চোখ আমার দুচোখে;
এড়িয়ে চলেছিস তুই আমায় এ কোন  অবহেলার সুযোগে।


আজ আমি কেনো জানি-
নিজের প্রতিই নিজেই ভীষণ অভিমানী;
কাধে তুলিয়া বিপদ ঘানি।


ব্যস্ততা আমার কেড়ে নিলো অবসর -
আমার জীবনে নামিয়ে তুমুল ঝড়;
ভেংগে দিলো আমার ও অতীত ও সুখের ঘর।