আমি একদিন গিয়ে এক মানব-ফুল বাগানে-
দেখেছি কতো ফুল  অযতনে-
পদ-দলিত গলিত  ধুলির মতনে;
ছড়িয়ে ছিটিয়ে আছে সেথায়  চার পানে।


আমি শুনেছিলাম সেদিন প্রথম তাদের আর্তনাদ -
শুনেছিলাম হাহাকার;
কে শোনে সেথায় কথা কে কার,
দেখেছি আমি  তাকিয়ে থেকে আমার সম্মুখ কেউ পেতে আছে তার দুই হাত।

আমি থমকে দাঁড়িয়ে তখন অপলক-
আমি ভাবছি শুধু ভাবনা;
মানুষ কেনো মানুষের মতো হয় না,
কেনো করে না আদায় মানুষ মানুষের হক।


আমি দেখেছি মানুষদের কেউ কেউ-
কোনো এক ভুলের সন্দেহে;
তুলছে হাত ছোট্ট নিষ্পাপ মানব ফুলের দেহে,
আর করছিলো কুকুরের মতো তারা ঘেউ ঘেউ।


আমি পাই নি একজন ও যুদ্ধ বীর-
যার কন্ঠে থাকবে বিদ্রোহ;
আর হৃদয়ে তীব্র দ্রোহ,
এ যেনো মানুষের মাঝে অমানুষের ভীড়।


আমার মনে লেগেছিলো ঘাত-
আমি থাকতে পারি নি চুপ;
আমার কষ্ট ছিলো খুব,
আমি তুলেছি তখন সেদিন শেষ প্রতিবাদ।