আমি সেদিন দাঁড়িয়ে পাহাড়  উঁচুতে-
গিয়েছিলাম আকাশের মেঘ ছুঁতে;
বাড়িয়ে হাত দেখি আকাশ ভীষণ দূর-
আর মেঘ গুলো সব ভঙ্গুর;
দেখেছি ছুয়ে মেঘ  সব বুঝি জল এবং-
নাই তার কোনো রঙ;
গিয়ে দেখো তুমি ও আকাশ-বাড়ি-
মেঘেরা ভীষণ ভারী;
মেঘ চূড়ে নামলে জল-
বৃষ্টি রুপে তরল।