বল তোরা সবে-
আজ কেনো মেঘ মাতে কোন সে উৎসবে!
ভাসছে মেঘ, হাসছে আকাশ-
এ বুঝি বৃষ্টি বৃষ্টি সুখ আভাস;
উড়ছে হাওয়া, ঘুরছে হাওয়া-
পুড়ছে আমার চাওয়া;
তুই চল,ছুই জল-
পাড়ি দিই মেঘাঞ্চল;
আসুক ফিরে, তোকে ঘিরে আসুক ফাগুন-
লাগুক আবার ফুলবাগানে লাল আগুন;
হোক না ঘোর কালো,মেঘ অগোছালো-
বৃষ্টি শেষে রংধনু আনুক ফিরিয়ে ভোরের আলো.


উৎসর্গেঃছোটো বোন (খাদিজা আক্তার মুন্নি)