বসে আছো উজার করে না জানি-
তুমি কোন আকাশ-খানি;
ওগো শোনো আমার মনের রাণী।


মেঘের সাথে পাল্লা দিয়ে ভাসছো কোন আকাশ জুড়ে-
সেই আকাশ ঘুরে ঘুরে ;
ইচ্ছে আমি নেবো তোমার কুঁড়ে- কুঁড়ে।


তোমার পানে থাকছি চেয়ে আমি সারাটি বিকেল-ভর-
জানি তুমি হবে না কভু বদলে কন্ঠ-স্বর;
আমার ভীষণ পর।


ওগো তোমার কালো কেশে-
আমার আংগুল ঘেঁষে-ঘেঁষে;
হারিয়ে যাবো তোমার কল্প-দেশে।


তুমি করো না বারণ আমায়-
যদি আমার হস্ত দুটি হঠাৎ করে হায়;
তোমার শরীর ছুয়ে যায়।


তোমার চোখে আমার দুচোখ রেখে-
হাল্কা মুগ্ধতা মেখে;
আমার দৃষ্টি যাক হারিয়ে যাক তোমার কঠিন আবেগে।


তোমার কোমল ঠোঁটে -
রোজ যেনো অকপটে;.
রঙ্গীণ গোলাপ ফোঁটে।


তোমায় নিয়ে আঁকুক ছবি-
কল্পনার হাজার চিত্র কবি;
যেমন আকে আকাশ,তারা,চন্দ্র,রবি। -Tasnia Ahmed


Dedicated to My Luv😍😍😍😍😍