তোমার জন্য ওগো আমি ওগো শোনো হতে পারি গাংচিল,
তুমি চাইলে আমি তুমি আর তুমি আমি কোথাও হবো মিল।
শোনো দেবে কি আমায় তুমি দেবে কি সংগ-
ভেসে যেতে নীল আকাশে ও-ই নীল স্বপ্নিল চিল শংখ।
যদি হয় তোমার আমার উড়ে যাওয়া ক্লান্ত হওয়া ক্রান্তিকর-
তুমি দিয়ো ওগো দিয়ো আমার ডানার উপর ভর।
কখনো যদি বাড়ে আবার আকাশে ও-ই হাওয়ার গতি,
তুমি ছুটে এসো ছুটে আমার কাছে অতি,না করিয়া আপন ক্ষতি।
যদি কভু হয় না হয়-
কোথাও কোনো আশ্রয়।
উড়ে এসে শেষে,হেসে-ভেসে-
নামবো দুজনে,কোনো এক কার্ণিশ কোণে, দুজন-দুজনাতে ঘেষে-ঘেষে।
কখনো গাছে-গাছে রবো তোমার আমি  খুব কাছে-
তখন তুমি শোনো তুমি আবার যেও না পড়ে খানিক লাজে।