ওরে মন -
বল কেনো করিস এমন জ্বালাতন।
সে যে তোকে আর এখন-
বাসে না ভালো আগের মতন।
তবু কেনো যেতে চাস বল-
তার ই কাছে খুব;
ঝড়াতে চোখের জল-
সে যেনো কেfনো অদৃশ্য ধূপ।
যাবে যদি ভূলে সে-
তবে তোর কাছে-
সেদিন ওভাবে এসে -
নিয়েছিলো কেনো জড়িয়ে বুকের ও মাঝে?
আছে কি কেনো জবাব?
কি বা কোনো মাশুল-
যা করেছে ভূল-
ভূলে য়াওয়া যেনো মানুষের ই স্বভাব।