ওগো সু-হাসিনী-
মোর প্রণয়িনী ;
জানে এ মন,জানে সর্বজন-
তুমি মোর প্রিয়তমা-প্রিয়জন।
ভোরের আলো তুমি যে আমার-
তোমায় নিয়ে বাধবো আমি একটি সুখের সংসার।
সুখে-দুখে মিলে-মিশে দুজন -
রবো আজীবন।
ওগো তুমি করলে অভিমান-
শোনাবো তোমায় গান;
তোমার আমি আঁকবো ছবি-
তোমায় ঘিরে হয়ে আমি রোমাঞ্চিত  কবি-
তোমায় নিয়ে লিখবো এমন হাজারো কবিতা;
আর তোমার সাথে বলবো আমি সকল মিষ্টি কথা।