স্বাধীনতা মানে কি?
দলে-দলে যুদ্ধ-
তলে-তলে ক্রুদ্ধ;
কিবা ছলে-বলে জনতার অবরুদ্ধ।
স্বাধীনতা মানে কি?
অপরাধ-অপবাদ-
বৈষম্য দিনরাত;
নিয়ে ধর্ম-গোত্র-জাত।
স্বাধীনতা মানে কি?
অবরোধ-হরতাল-
ষড়যন্ত্র-গড়চাল;
কিবা নিন্দুকের করতাল।
স্বাধীনতা মানে কি?
সাজিয়ে মিনার-
গল্প-সেমিনার,
লাঞ্চ-আর ডিনার।
শোনো জানো কি কেউ কি এ-ই আসল স্বাধীনতা?
স্বাধীনতা শুধু নয়-
মঞ্চে করা অভিনয়;
বিনীত সবিনয়।
স্বাধীনতা হলো-
তোমার আমার স্বাধীন হবার গল্প-কথা,
নয় অকল্পকতা-
কোনো-কল্পকথা।