আমি ক্লান্ত খুঁজে খুঁজে-
আমার দুচোখ খুলে-বুজে;
কিছু বুঝে না বুঝে,
আমাকে আমি পাতার সবুজে।


শোনো কে আছো কৈ সবে?
আমি হারাবো আমার শৈশবে-
ভেবেছি এই আমি এই স'বে;
তোমাদের কেউ  কি সংগী আমার হবে?


আমি অবুঝ শোনো অবুঝ আমি-
আমার স্বপ্ন গুলো হলো  ভীষণ  দামী!


আমি ভেবেছি আবার ভেবেছি কতো-
ফেলে আসা সময় বিগত;
আনিবো ফিরিয়ে আনিবো শত!
আর জীবন সাজাবো নিজের মতো।


আমি তাকিয়ে আকাশ ওপারে-
দেখি রোদ ছাড়িয়ে নীলগুলি সব  যাচ্ছে থমকে  বারে বারে-
আর মেঘেরা নুইছে জল-ভারে-
এই বুঝি বৃষ্টি আমার ই উপর ঝড়িতে পারে।