মাতৃভাষা কে বাঁচাতে হয়েছিলো যারা শহীদ-
রক্তের বিনিময়ে সম্মানের সহিত;
রাখিয়া স্মরণে তাদের অবদান-
জানাই আমি জানাই সালাম।


গর্ব মোদের গর্ব তারা-
দিলো এনে মোদের খুশির ধারা;
বিলিয়ে দিলো যেনো তারা আপন প্রাণ -
তাদের জন্য কন্ঠে মোদের জাগুক বাংলার গান।


দিলো যারা ভাষার জন্য দিলো প্রাণের বলি-
তাদের জন্য হোক আজ হোক শ্রদ্ধাঞ্জলি;
হেটে হেটে নগ্ন-পায়ে প্রভাত ফেরিতে-
তাদের শ্রদ্ধাশীল পুষ্পাঞ্জলিতে।


রইবে তারা অনন্তকাল বেচে-
ইতিহাসের পাতায় অমর সেজে।
বাংলার বুকে যে তারা যুগ-যুগ ধরে-
হবে স্মরণ মধু বরণ বাঙ্গালীর অন্তরে ।