ওগো শোনো কেউ শোনো,শোনো-
আজ আমার লাগছে না ভালো কিছু,কোনো;
মন টা খারাপ বড্ড ভারী-
ইচ্ছে আমার, আমি দেবো এখন দেবো পাড়ি;
আমি একাকী যেমন পারি-
যাবো ফিরে যাবো আমি আমার পুরোনো সময়ের বাড়ি।


যেখানে আমার অতীতের স্মৃতিগুলো,
গায়ে মেখে কালো-কালো মিট্টি-ধুলো;
আলমারীতে আছে তোলা-
পুরোনো ডায়েরী খোলা;
যাবো ফিরে যাবো আমি সেথায় আজ এখন ই খুব তাড়াতাড়ি।


দুটি মনে গাথানো প্রেমে-
ভাংগা কাচে বাধানো ফ্রেমে;
ছিলো কি ছিলো জানো?
ছিলো ছবি তোমার-আমার, দেয়াল টানানো;
যে ঘরে আরো ছিলো প্রতিধ্বনি, তোমার- আমার কথা বলার বাড়িবাড়ি।


ছিলো আমার টেবিল জুড়ে-
ছবির আকার রং-পেন্সিল ভেংগে-চূড়ে;
আর ছিলো  কিছু বই, জুড়ানো ভালোবাসা-
তোমায় নিয়ে আমার লিখা সব কবিতা ঠাসা।
ছিলো আরো ছিলো শোনো, তোমার-আমার আর আমার-তোমার, চোখে-চোখে আড়া-আড়ি।