ভেসে গেছে প্রাণ কতো শ্রাবণের ঢলে-
ঢেউ আসা বাধ  ভাংগা বাণের ও জলে।
ঘরছাড়া,সর্ব হারা কারা আশ্রয় খুজে ফিরে দলে দলে-
নিয়েছো কি খোজ কেউ?আছে কেমন আছে তারা দূর্যোগ কবলে।


নাই সুখ নাই হাসি আর -
জীবন জুড়ে হাহাকার;
যে হারালো সব তার-
কে নিবে কে সকল দায়ভার।


হারিয়ে ভূমি,হারিয়ে ঘর-
তারা এখন যাযাবর;
তাদের যেনো সবাই পর-
অসহায়ত্ব জীবনভর।


চল রে যুবা, চল রে কিশোর,
তুলিয়া কন্ঠস্বর-
করি অঙ্গীকার;
এনে দিবো তাদের বাচার অধিকার।