তোমার খোলা চুলে-
আমি মনের ভুলে;
আমার বুড়ো আঙ্গুলে-
একটু-খানি ছুলে;
তুমি করবে কি ভীষণ অভিমান?
তোমার পাশে এসে-
মুচকি হাসি হেসে;
গায়ে গা ঘেষে-
ভালোবাসি বলি অবশেষে;
তুমি করবে কি ভীষণ অভিমান?
তোমায় কাছে ডেকে-
তোমার কাছে থেকে;
ভালোবাসা জমা রেখে-
যাই হৃদয়ে তোমার আবেগের রেখা একে;
তুমি করবে কি ভীষণ অভিমান?
বুঝে একটু সুযোগ-
তোমার চোখে রেখে চোখ;
অনুভূতি করে যোগ –
ফেলি কয়েক পলক;
তুমি করবে কি ভীষণ অভিমান?