পদ্মনী ছদ্মিনী রূপ  গিরিকর্ণিকা মোহিনীশ্যাম
সরসী-নীল অনন্তবতী  অম্বুজবীজমাল্যগ্রামে
বিশ্রস্তসংসুপ্তধারা ঊর্দ্ধ নাকি অধোগামী !
সংবীক্ষণ তরঙ্গবীক্ষণ স্ফুটন-প্রজ্ঞা অসিদ্ধ-নামা ।


বীজবংশ অবশ্য অংশী তাড়িত রূপ কিন্তু কার ?
বিলুপ্তচ্ছদ বশংবদ গ্রন্থিশৈলী কি রং বাহারী,--
সঞ্চরণশীল গুচ্ছমূল নীরসীভাব নির্ব্যাপারে,
বিশেষোক্তি রুচিরাগদ অকিঞ্চিৎকর কী সে কারণ ?


দৃশ্যরূপ অস্থিতিশীল দৃশ্যজ্ঞান সীমাতিবর্তী
নিরালম্ব ধুস্তুরী-যোগ ধারাচিত্রালী সংগূঢ অর্থ (!)
ভিত্তি-বিশ্লিষ্ট-জর্জর-নেমি নির্বিকার ব্যাবর্তন
শ্রুতিকাব্য দৃশ্যকাব্য ক্রিয়া-কিংকর । বলো কে কর্তা ?


তমস্বী-পথ ভাসাধ্যায়ী বীতভাষ বিরোধাভাস
ব্যাপ্তবাচ্য ষটপ্রজ্ঞা, কে শ্রোত্রিয় ধ্বান-বিলাসী ?
শঠতাবিদ্যা সাম-পটল কপট তৃণ-বিন্দু হাসে ;
দান-বারি ভেদ্য-ভেদক, মুক্ত বশিষ্ট বহা বিপাশা ।


ললিত মুদ্রাসনাসীনা পরাবিদ্যারূপা বর্ণাম্বরা
বিবস্ত্রায়ন কুহোরায়ন অবয়বসংস্থানান্তর
অজিতবলা দুরিতারী কুলিশাঙ্কুশা চক্রেশ্বরী
শান্তাজিতা চণ্ডাশোকা বৈরাট্যা গৌরী রপান্তরে


রুষ্ট রুদ্র ভাস্বত-পতন অসি-বরণা লোলার্ক ধন্য
ব্রহ্মানেত্র অশ্রুবিন্দু ঋক্ষরাজ পুরুষ-কন্যা---
ইন্দ্র সুরী তীব্রকাম, স্খলন দিব্য রেতঃবহ্নি
কনকমাল্য কণ্ঠলগ্ন অধীশ্বর শৈলারণ্যে...


                            * চ ল বে...


( কবিতাটি দীর্ঘ ।  আমি ৩০-৩৫ টি স্তবক এখানে পোস্ট করব। এই জাতীয় কবিতা এই প্রথম, এই শেষ পোস্ট । আবার ছোটো কবিতায় ফিরব ।
খণ্ডিত হলেও ভাবানুষঙ্গ -ধারাটি বজায় থাকবে ।
আজ এই পর্যন্ত কাল আবার ।
ধন্যবাদ ।)