আকাশ, মাটি, জল, হাওয়া আর আগুনের মধ্যে
                                                   জোর তর্কাতর্কি বেধেছে ;


মাটি  ধুলো-বালি উড়িয়ে বলে, "আমি শেষ জানি ।
                      আমার মধ্যেই শেষের অবধি, শেষের আশ্রয় ।"
গভীর ছন্দনিন্দ্যম স্বরে জল বলে, "ভুল, ভুল, ভুল । ধ্বংসের পর ফের সৃষ্টি হয়--
ববং বলা যায়, --শেষ হল গিয়ে ধারা-সমন্বয় ।"
হাওয়া ঘূর্ণি তুলে বলে, "শোনো, গতিই আসলে শুরু । গতিই শেষ ।"
আগুন দাউ দাউ, বলে, "ধ্যুৎ ! আলতু-ফালতু বুকনি ঝাড়ছ, মূল কী ?              
                                                                     না জেনেই--
কান খুলে শোনো, আমার মধ্যে জগতের অবলুপ্তি ; জগতের উন্মেষ ।"


অপার নীলকান্ত আকাশ সহাস্যে বলল, "শেষ কিন্তু নেই ......"