নৌকো ওপার থেকে এপারে আসে,
              এপার থেকে ফের ওপারে যায় ;
                      পরের প্রয়োজনে মাঝির ইচ্ছায় ।


চিরকাল থাকা পরের ইচ্ছাধীন...
               ছিঃ ! ভাবনা-চিন্তায় মাথা গরম ।
                         ঢের আদিখ্যেতা আত্মসংযম ।


শিকড়ে বাঁধা দড়ি রাত্রি-বিশ্রাম
                দোলুনি-ছন্দে অলস-তন্দ্রায়
                          স্বপ্ন -সম্ভার অলকানন্দায়...


বৃষ্টি বান্ধবী, ঝঞ্ঝা বন্ধুলোক
                ত্রস্ত সংসারী অকাম্য দুর্যোগ ;
                           নৌকা ভাবল তার মুক্তি-যোগ...


কূল-ছাপানো ধারা অসংজ্ঞ উত্তাল
                 স্বয়ং আজকে দাঁড়ী এপার-ওপার
                            স্নেহ-শিকড়ে টান ছিঁড়ল তার...


মুহূর্তে টানে তাকে অন্ধ খরস্রোতা
                 পার ? কোথায় পার ? অসীম অতল !
                            নৌকো-কথা কানে তোলে না জল ।