সামান্যই আকাশ
            বেশিটাই কালিন্দী-নীল দুর্গম ;
তবু কী দুঃসাহস !
                   পারে যেতে চায় এ অধম ...



ঝুপ ;  ঝপাস...
               কথার কঙ্কাল
নড়ে উঠল আকাশ-গাছে্র অন্ধকার ডাল ;
এ ডালে ও ডালে ঝোলে
                 কাঁচাভূত ভেল্কী দেখায়...
নীচে আলোর চিতা
                      ধোঁয়া...
                       আবেশ কুণ্ডলী পাকায়...

পাক...নাভিকুণ্ডে তীব্র পাক...
         মুখে গল গল রক্ত ওঠে...
                         ধারা... সে ধারায়...
ভেসে যায়...
সহস্র সহস্র কোটি গ্রহ-গ্রহাণুপুঞ্জ সূর্য-চন্দ্র-তারা...


৪)
দিন শেষ হই ;
               আজকের মতো ...
শুষে নিয়েছি বর্ণমালা-অপবর্ণমালা ;
সে কি পাপ ?  হয় তো পাপই !
অবশ্য আপাত নেই কোনও তাপ কিংবা অনুতাপ ;


শরীরে উঠেছে ফুটে দগদগে জ্যোতিষ্ক-ক্ষত ।


৫)
"অ" আদ্য অক্ষর
সে কত শত রূপান্বয় রূপান্তর !
সপ্তদশ তান্ত্রিকার্থ
             শ্রুতি অষ্টাদশ স্বর ।