সে আমার আয়না-বান্ধবী ;
          সামনে থেকে সরে গেলেই
          বুক থেকে মুছে ফেলে ছবি ।



তার অভ্যেস দরজা না খোলা
          আমার কড়া নাড়া...
              অতিষ্ঠ হোক পাড়া...



সে মদয়ন্তী গাছের সফুল-শাখা
আঁকা ছবিটি ।
             কবি পথিক-লোক ;
             পথটি আঁকা... আঁকাবাঁকা...                    
                      সফল বেঁচে থাকা ...



মাটিতে পুঁতলে আমাকে, অনেক ভেবে অবশেষে ;
(আপদ গেল । পাড়া জুড়োল ।
বোঝনি কাঁচাভূত এল দেশে ।)
কী আশ্চর্য ! খটে খটে গ্রীষ্মেও অঙ্কুরোদ্গম
           যথারীতি আনন্দশ্যামকল্যাণ গাছ
           শুরু তোমার উঠোন জুড়ে ছায়াভৌতিক নাচ...



সকাল থেকে সন্ধ্যা অবধি তোমার পরিক্রমা...
তিলার্দ্ধ বিচ্যুতি নেই
                       প্রতিটি পদক্ষেপ মাপা...
শুধু আমার অঙ্গনটুকু পেরোতে
পা পাথর ...পা... পাথর ... পা...
                       চোখ ছাই চাপা ?!