অন্ধকার জল
নীচে তলিয়ে গেছে ভূমি । পৃথিবী ?
বিচ্ছিন্নভাবে জেগে আছে এক দু'টো দ্বীপ, না, না নিষ্প্রাণ কদর্য ঢিবি ;
একটিমাত্র গাছ
যে গাছে কোনও এক সময় ফুটে থাকত গুচ্ছ গুচ্ছ তারাফুল
আজ সেই পাতা-শূন্য গাছের শাখায় পা ঝুলিয়ে বসে কাঁচাভূত
বসে আছে শতাব্দী শতাব্দী কাল কল্প মহাকল্প
গল্প জন্ম গল্প মৃত্যু, ধারা শুরু ধারা সারা
মহাকাল ভূত
স্বয়ম্ভু ভূত
বিভূতি-শূন্য সম্ভূতি শূন্য পারাপার শূন্য দিক-দিগন্ত-শূন্য স্থান-শূন্যতায়
কল্প মহাকল্প গল্পভূত
মহাকাল ভূত,
সুতরাং কাঁচাভূত মহাকালসংহারক । (পাকা হলে যে কী হ্ত !)
ভৌতগুণাতীত প্রাণ ? বর্তমান-ধ্বজাধারী ?
হাস্যকর শখ !
কালের ধারায় ভেসে যায়, চরাচর
এ মহাব্রহ্মাণ্ড মহাভূতশহর
ডুবে যায় প্রাণ (পার্থিব ) ভবিষ্যৎ- পথচারী
                               ...ডোবে... ওঠে... ভাসে...
ব্যাপ্ত ভৌতিক করুণা, একচর ছায়া ...স্বপ্ন-মায়া...।
আলো সত্যি, ততোধিক সত্যি ছায়া ।
কায়া ? সেও কী সত্যি ?
মৃত এই পৃথিবীর মানুষ (বাঁচার ধারণামাত্র সার )
কী বিভ্রান্তি,  কি না জীবিত !
ডুবে যায় পৃথিবী অন্ধকার জলের তলায়
ভেসে ওঠে, ফের ডুবে যায়
ভেসে থাকে (আছে) মানুষের শব অন্ধকার জলের ওপর


ভূত -সভ্যতার শিখরে দাঁড়ায় এক সভ্যতা
অনিবার্য ভূতায়ন নিয়তি । বীতসংখ্যাময় পৌনঃপুনিকতা...
ভব ? কী মূল্য ? ভূতি-ই বাস্তব
ভূত সেও এক অতিবাস্তবতা, মিথ্যে কালাধৃষ্য মহিমা-উৎসব
ভৌত শরীর অজ্ঞান ভূতাতঙ্ক (অবাস্তবিক) ।


কবিতা সেও ভৌত, (ভৌতিক !)
অনিভূতি-শূন্য বোধ কী কাব্য-গর্ভাশয়
অতিজ্ঞানী, কবি, মহাকবি, অকবি, কু-কবি, মেধাবী জড়ভরত
ফকির-সন্ন্যাসী-স্ংসারী, ঘুমন্ত লাঠি, মরচে-ধরা তরবারি
সুধী, বিধী এমন কী বিধি সমুন্নত নাশিক
কাব্যাকাব্য আবাসিক
অবশ্যত ভূতাবিষ্ট, স্মরণ-স্মম্ভূত ...


অন্ধকার ঘন অন্ধকার ব্রহ্মাণ্ডগাছ
কোথায় চলেছে শিকড় ?
ডালে পা ঝুলিয়ে কালপুরুষ
কালো পাতা শুষে নিচ্ছে আলো-রক্ত
                 ভূতার্থ  পাতায় কিরণ ঝিকিমিক...।


ভূর্জপত্র ?  জন্মায় ভূমি । ভূমা ।
শূন্য উপমা...
পথিক আসে পথিক যায়
                           পথিক থামে
বসুন্ধরা-ছায়াতরী ঘাট দূরের সন্ধ্যাগ্রামে
        একলা একা একটি বিকেল বেলা (হাল আমলের )
মাথায় টোপোর বরের  সাজ
                           বরকন্দাজ তারা
চাঁদের জলে পা ডুবিয়ে কুঞ্জ-মাধব রাধা
তা হলে ফিরে ফিরে আদিম সেই বিবাহ খেলা!


আসবে সে কী ? আসবে সে কী ?  আসবে ঠিকই ...
                 শিকড়ে সারং মধু-মাধবী সাধা
পাতা কালো পাতা আলো পাতা কালো...
জ্বলে-নেভে লুপ্ত কাহিনি, সুপ্ত কাহিনি
          জোনাকি কাহিনি ঝিকিমিকি ঝিকিমিকি ঝিকিমিকি...


(এই আসরে এটিই আমার পোস্ট-করা শেষ কবিতা ।
এ ক'দিন যাঁরা আমার কবিতা পড়েছেন তাঁদের সক্কলকে ধন্যবাদ ও শুভেচ্ছা । )