অচিনের বাঁশি শুনে শুনে হেঁটেছি অনেকটা পথ
চেনা হয়নি কিছুই; নিকট ও তফাৎ
এমনিই কেটে গেছে অষ্টপ্রহর; ছুঁয়ে দেখি জলের অতল
শুয়ে আছে মরুভূমে জ্বালিয়ে অনল!
আকাশের ওপারে আকাশ, মেঘের ভেতরে মেঘ
দেয়ালের উল্টো পিঠে চিরকাল বসবাস যার
গহীনে তার অচেনা পথ কেটে শঙ্খচিল বেঁধেছে ক্ষনিক ঘর!


বৈতালের মৃত্যুর মিছিলে পড়ে ছিল কত প্রাণহীন দেহ
একদিন অমরায় গিয়ে দেখেছি সে-সব শব
তারা সব এখন জীবন পেয়েছে অপ্সরীর;
ধমনী শিরায় বইছে রুধির যুগ যুগ ধরে
চিনিতে পারিনি আমার আমিরে!
অসংখ্য হিমের রাত করেছি প্রতীক্ষা ভোরের উষ্ণতার
সে আমার নয় দৈব ঋণ; শোধেছি ঋণের ভার।


১০.০২.২০১৭
মিরপুর, ঢাকা।