এই যে ছোঁড়া, যাবি ভাড়া? বড্ড আমার তাড়া
পাঁচটা প্রায় বাজল বলে, এবার খাব ধরা!
গররাজি তুই? হসনে হতাস; করছি আরোহণ
সময়মত পৌঁছে গেলে পুশিয়ে দেবো 'খন!
এবার ব্যাটা জোরসে চালা, গায়ে তাগদ কই?
দেখিস তবু ডাইনে বায়ে, পুঁচকে হ্যাঁদা হেই!


সিগনালটায় রইলি পড়ে, হায়রে বেকুব ঝামা
আজকে বুঝি টেন্ডার আমার হলো না-রে জমা!
বিফল হলে আছে খবর, বুঝিস কিন্তু ছোঁড়া-
কড়ায়-গন্ডায় নেবো হিসাব, বড্ড আমি ত্যাড়া!
রিকশা আমি চড়ি না, আজব ধীর-বাহন
তোদের মত গাধা-চালক, সময়-জ্ঞান কম!


এসে গেছি? গেলুম বেঁচে; নামিয়ে দে এখন
ভাগ্ গে এবার নিজের পথে, ব্যাটা নরাধম!
চাইলি ভাড়া? সাহস এত? চিনিস আমি কে?
তুড়ি মেরে দিই উড়িয়ে যখন যাকে তাকে!
হাত-পা আমার সমান চলে গরম হলে মাথা
খ্যাপাস না তুই, মটকাব ঘাড়, মুডটা এখন যা-তা!


হায়রে বিধি এমন নীতি কেমন করে মানি
শক্তি যাচি তোমার কাছ, বজ্র হয়ে নামি!


৩১ ডিসেম্বর ২০১৮
মিরপুর, ঢাকা।