তবুও জীবন কাটবে বলে আরও কিছুকাল
রয়ে গেলাম এখানে; হেমন্তের ভোরে যদি
টুপটাপ শিশিরের জল ঝরে রক্ত করবীর গা ছুঁয়ে;
আর একবার দেখব ব'লে বাতাবি লেবুর
মঞ্জুরীতে ছেয়ে আছে ঝাঁকড়া গাছটা
দুরন্ত বাতাসে উড়ে যাওয়া দু'একটা
চালতার ফুল পড়ে আছে পথের ওধারে
আধো-জলে খেলা করে দলছুট ক'টা তপসে
শেওলার ফাঁকে; তারই পাশে নিচু ডালে বসে
ভোরের সোনালি রোদে মাছরাঙা এক উদাসীন
দর্পণে তার উড়ে আসে স্বচ্ছ জলের ছবি
দুপুরের ক্লান্তি গায়ে মেখে নির্মিলিত চোখে
নরোম ঘাসের প'রে শুয়ে র'বো শেষ বিকেলের
ছায়ায়; এক চিলতে নীলচে আকাশ দেখব ব'লে
হিমের কুয়াশার মত মেঘ হামাগুড়ি দেয়
বাতাসের পিঠে; সন্ধ্যার আকাশ ধূসর হয়ে
নুয়ে আসে কেওড়ার বনে-কেয়া ঝোপে
শুয়ে থাকা শ্রীমন্তের পাড়ে; আঁধার জমাট হলে-
নক্ষত্ররা নেমে আসে বাঁকা জলে;
কী গভীর প্রণয়; মিলন উৎসবের ছলে-
তার তরে আরও কিছুকাল জেগে থাকি
অন্ধকারে নির্জনের ঘ্রাণ নেবো ব'লে।