প্রাগৈতিহাসিক যুগের শ্বাপদেরা এখন
বনভূমি ছেড়ে দাপিয়ে ফিরছে
প্রান্তর-নগর- সভ্যতা;
ওদের বিষাক্ত নখের হিংস্র থাবায় রক্তাক্ত
আমার ভগ্নি-দুহিতা-মাতা
নি:শব্দে আর্তনাদ করে মৃত্যু যন্ত্রনায়।
দ্বি-পদ মাংসাশী হায়েনার দল
জেগে ওঠে রাতের অন্ধকারে
তাদের সরু দন্তরাজি
খুবলে খায় রক্ত-মাংস-মুন্ডু মানুষের।
ওদের শিকার হয়ে নদী-নর্দমায় পড়ে থাকে
আবাল-বৃদ্ধা-বণিতার শবদেহ।
কী তার প্রতিকার? রুখবে কে তাদের?
বন্দী করবে খাঁচায়?
এখন সভ্যতাজুড়ে চলছে
মনুষ্যরূপী পশুদের নির্মম বর্বরতা।
জনপদের চেয়ে বনভূমি এখন
অনেক শ্রেয়, নিরাপদ অনেক।
চলো লোকালয় ছেড়ে নিশ্চিন্তে তাই
অরণ্যে ফিরে যাই।