পথে যেতে যেতে দেখি চির-চেনা ছায়াগুলো
পড়ে আছে ধূলোয়; মুখোশ পরে হেঁটে যায়
কত প্রিয়মুখ; জানিয়ে ভদ্রোচিত অভিবাদন
বদনে সহাস্য সম্ভাষণ; যেন তার নিতান্ত আপন!
অথচ তার অলিন্দ কোঠরে করিনি বিচরণ;
কতদূর হেঁটেছি তার অচেনা সরু অলিগলি  
অক্ষির অগোচরে বিমূর্ত সাগরে বহমান
স্বচ্ছ জল-ধারা কিংবা পঙ্কিল আছে তার নীচে
হয়তো রয়েছে উষ্ণ প্রসবন; আদিম শিকারি
রয়েছে ওৎ পেতে; সমুখে উদ্যত তার ধনু-তীর
অক্ষি থেকে টিকরে পড়ে নীল-বেগুনি আলোক
সাই সাই ছোটে সুন্দরের বক্ষছেদী বর্শাফলক
মুহুর্তে পড়ে থাকে মায়ামৃগের প্রাণহীন দেহ
মৃত হলদে পাখি; শেষ গান গেয়েছে যে ভোরে
কেঁপে কেঁপে থেমে যায় তীরন্দাজের চীৎকার
হেঁটে যায় উল্টো পথে; যেখানে ভীড় মানুষের।


২৪.০৩.২০১৭
মিরপুর, ঢাকা।