মন যেন এক বাউল বাতাস পরিযায়ী বেশে
যখন খুশি তখনই সে ঘুরে দেশ-বিদেশে।
মন যেন এক ইচ্ছে ঘুড়ি সুদূর পানে ধায়
সুতো কেটে অসীম ব্যোমে ডিগবাজি সে খায়।


মন যেন এক দ্রোহের আকর হিংস্র ক্ষ্যাপা ষাঁড়
লাগাম ছিঁড়ে পালায় ছুটে যখন ইচ্ছে তার।
মন যেন এক বৈশাখী ঝড় ঈশান থেকে আসে
বিনাশ করে পুষ্প বিতান ফেরে রূদ্র বেশে।


মন যেন এক শ্রাবণ দিনে কাজল মেঘের ছায়া
বৃষ্টি-মুখর সন্ধ্যা বেলা করুন চোখের মায়া।
মন যেন এক চৈত্র মাসে দারুন তাপের খরা
শীত বিহানে বৃক্ষ বনে শুকনো পাতা ঝরা।


মন যেন এক উতাল সাগর ঢেউয়ের পরে ঢেউ
কখন আবার শান্ত সকাল জানে না যে কেউ!
মন যেন এক রাঙা পলাশ, শিমুল-কৃষ্ণচূড়া
ফাগুন হাওয়ায় শিহর লাগা নতুন কুঁড়ি ধরা।


মন সে তো এক পরবাসী অন্যের ঘরে বাস
ব্যস্ত সদা পর-ভাবনায় ছেড়ে নিজের আশ!
সাদা কালো নীল বেগুনী হলুদ সবুজ লাল
সব রঙে সে দেয় যে ধরা দেবেও চিরকাল।


১৩•০২•২০১৮