পাঁজরের ভেতর বেড়ে ওঠা ঘুনে পোকা
এখন অগূঢ়ে বাড়ছে দিয়ে মাথাচারা
আড়াল কোটর থেকে জেগেছে তঞ্চকেরা
কন্ঠে জড়িয়ে জপমালা;
নেমেছে বৃন্দাবনের পথে
সাথে কাক শকুনও সন্তপর্নে ফেলছে পা
কে জানে কোন্ সাধু দরবেশ
শিকারীর জালে জড়িয়ে রেখেছে তার ছায়া
অপেক্ষায় অধীর শ্বাপদ ক্রমাগত ঘাড়ে ফেলছে বিষাক্ত নি:শ্বাস;
কখন পড়বে পথে এইসব শব!
মুখোশের আড়ালে মুখ;
মুখের আড়ালে দুর্মুখে ঘেরা চারিধার
বিশ্বাসের বিন্ধ্যাচল এখন ভেঙ্গে চুরমার।
তোমার ভেতরে আরেক তুমি
নও তুমি, সেই তুমি নও।
রূপোলি সৈকত ছেড়ে তুমি হাঁটো বন্ধুর পথে
যেখানে ব্যাধের শর, চোরাবালি, ধারাস্রোত বহে উল্টোরথে।