শরতের রাত ছুঁয়ে
বাতাসের ডানা বেয়ে নেমে আসে
সাদা জোছনার নরোম পালক
রূপোর নদীতে, বেলাভূমে, ঘাসে।


ঊর্মিদলের নৃত্যের উল্লাস
বেজে ওঠে মেঘ-মল্লার রাগে
রাতজাগে সুধাকর মিলনের সুখে
আজন্ম সুতোয় গাঁথা পিয়াসী এ নদী
নিশি-প্রেম দহে তার বুকে।


আলপনা এঁকে মেঘদলে
জলে সে-যে অপরূপে জ্বলে।
ভেসে চলা খর নদী
তীর ছেড়ে নেমে গেছে দূরে
দুইতটে জেগে ওঠা বালুচর শরমে যে মরে!


কাশবনে শুয়ে থাকা অলস জোছনা
হামাগুড়ি দিয়ে নামে জলে,
বায়ুবেগে কাঁপে নদী, কল-সুর তোলে।
জোছনার আবাহনে জেগে ওঠে নদী
কথা বলে কবিতার শব্দসম্ভার; কানে নিরবধি।


২০.১০.২০১৭