এখন মাঝরাতে কদাচিৎ দেখা মেলে মরা জোছনার
মেঘের দাক্ষিণ্যে; বিবর্ণ শ্যাওলা ধরা সেই কবেকার
স্যাঁতসেঁতে পুরনো কার্ণিশে বসে ঝিমোয় নিশাচর
সে দিন গিয়েছে সরে; দুরন্ত হাওয়ার পিঠে সওয়ার
উড়াল মেঘ একফালি; চোখে তার সুনীল আকাশ
বুকজুড়ে ছিল তটিনী; তনুমনে চৈত্রের দারুন পিয়াস!
সোনালুর রঙমাখা দিনগুলো মুখগুঁজে করে আছে ভীড়
এখন মাটিতে বিছানো তার হালের পাতানো সংসার
কতকাল চলে গেছে দ্যাখেনি সে দু'চোখে জলের প্লাবন
হায় চাঁদ, এখন আসে না ফিরে সেই আগের মতন
মায়াবি রাতের কাছে; সাথে নিয়ে আঁখি ভরে ঘুম
লুকিয়ে ডানার ভাঁজে পেতে চায় দয়িতের এতটুকু ওম!
অন্ধকারে; দেয়ালের ওপারে দ্যাখে শূণ্যতা নিস্ফল
নৈঃশব্দ্যে জেগে থাকে নীড়; কিছু স্বপ্ন মিছে দোলাচল।


মিরপুর
০৪ এপ্রিল ২০১৮