এখন এমন ক্রান্তিকাল
সময়ের দ্রুতরথ
নিঃশব্দে মহাকালে ধায় ;
পেছনে পড়ে থাকা ছায়া
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।
আমার চারপাশে জেগে থাকা
নিষ্ঠুর কীটগুলো কুরে কুরে খায়
অনিন্দ্য, সুন্দর সময়।


অভিমান ভরে আমার শিয়রে
নিষ্পেষিত ক্ষণ আর্তনাদ করে
আক্ষেপে বৃথা;
কেন তার ছিটেফোঁটা পায়নি
আমার দুহিতা?
চলৎশক্তিহীন অশীতিপর মাতা
খিড়কিতে করে দিন-যাপন ;
কখন ফিরবে তার নাড়ি-ছেঁড়া ধন !


পেছনের খেরোখাতা ঘেঁটে,
যোগ-বিয়োগের হিসেব কষে
দেখি গাঁটে সিকি পয়সা মোটে !
কী তবে জীবনের সঞ্চয়
যখন কৃষ্ণগহ্বর কেড়ে নেয়
অনিত্য, আরাধ্য সময় ?