জলহারা ছেঁড়া মেঘ সিত-নির ঝরিয়ে
শরতে নিয়েছে ঠাঁই দাঁড়িয়ে এপারে।
বিরল অবসরের সঙ্গী মৌন দীর্ঘ রাত্রি
গ্রাস করে তন্দ্রা; গেয়ে তার স্তুতি
দৃষ্টিতে আঁধারের রূপ-নিয়তই তারে আঁকি
সযতনে বেঁধে রাখি দীপ্ত অতীত একাকী!
জোছনায় মাখামাখি বরফের নদী
হিম জলে ভেসে যায় ছায়া নিরবধি!
মেঘের আঁচল ছায়ে বেড়ে ওঠা বৃক্ষ পত্রহীন
বিহঙ্গের ডানা হতে খসে পড়া পালক রঙিন!
হেঁটে চলে সুখ-পৃষ্ঠে দু:খ সারি সারি
নির্জলে ভেসে চলে ছেঁড়া পালে তরী!
06.03.2017