সমুদ্রের নীল জলে, পর্বতের অন্তরালে,
বাঁধাহীন অন্তরীক্ষে
সর্বত্র ওদের বিচরণ।
অন্ধকারে পথহারা কোন পাপিয়ার
শতজনমের নি:শব্দ হাহাকার
ওদের কান ঘেঁসে পিছলে যায়
ওরা শোনে না, ওরা যে অক্টোপাস
ওদের থাবার বিষ বড় তীব্র।
সমুদ্রের জোয়ার-ভাটায়
ওরা নিত্য ভেসে যায় কালের যাত্রায়
কিন্তু কুয়াশার জাল ওরা ছিঁড়তে পারে না।
কখনো বা হিমের রাতে নিশাচর কোন পেঁচার নি:শ্বাস
শূণ্য ভাগাড়ে বুভুক্ষ কোন শকুনির কান্না
স্তব্ধ হয়ে যায় বৃথা আক্ষেপে।
মরুতৃষ্ঞা নিয়ে উত্তপ্ত বালুর ঢিবিতে
আহত চাতক চেয়ে থাকে
মেঘ হয়ে উড়ে যায় অক্টোপাস
ওরা বোঝে না চাতকের দীর্ঘশ্বাস
ওদের অট্টহাসি শকুনির মহাশ্মশানে
মুছে দেয় আত্মার পদধ্বনি।
পৃথিবী জুড়ে চাঁপা কান্নার রোষ
রয়ে যায় চিরদিন
শুধু ঢেউ ভেঙ্গে ভেসে যায় অক্টোপাস।