শিমুল ফোটা চৈতি দিনে চম্পাকলি গাঁয়
কৃষ্ণচূড়ায় রং লেগেছে দেখবি যদি আয়।।
হলুদ আঁচল জড়িয়ে গায়ে সোনালু হাসে
নীল-বেগুনীর ছড়াছড়ি জারুল গাছে গাছে।
নতুন কুঁড়ির শিহর লাগা আমলকির ছায়
স্বর্ণচাঁপা দুলিয়ে শাখা সুরভি ছড়ায়।।


পারিজাত আর পলাশ রাঙায় উদাস হৃদয়মন
হিজল তমাল বাড়িয়ে দু'হাত করে আলিঙ্গন।
দখিণ হাওয়া দোল দিয়ে যায় শাল পিয়ালের বনে
দূর পাহাড়ে সন্ধ্যা নামে সাজিয়ে আবীর রঙে।
সন্ধ্যামনি সাজার ছলে রং মেখেছে গায়
শিউলি বকুল ঝরবে বলে পারুল ফুটে রয়।।