নিগূঢ় সন্ধ্যাগুলো তুলির আঁচড়ে
ঝুলে থাকে দিগন্তের ধারে
এখনো নূপুর পড়ে গোধূলি বেলায়
পিয়ালের পাতাগুলো ঝরে!


অর্গল খুলে রাখা সোনার খাঁচায়
ফেরেনি শ্যামা; দিবসের শেষে
যে তার শেকড় ছেড়ে নেমে গেছে
অরণ্যের ধারে বুনো ঘাসে!


হয়তো কোনদিন যাওয়া হবে না
রাত জাগা জোনাকির কাছে;
হাওয়ায় শিহর জাগা চঞ্চলা নদী
আজ জাগে, না-কি মরে গেছে!


বিহানের শব্দ শুনি বিকেল বেলা
জেগে থাকি বকুলের ঘ্রাণে
আধফোটা শতদল বুকের ভেতর
অবিরাম আলপনা বোনে।


মিরপুর
১৬.১১.২০১৮