খুব ইচ্ছে করে
কেউ হাজার ব্যস্ততার মাঝেও
আমার খোঁজ নিক!
ঘুমহীন চোখে ঘুম এনে দিক!
চোখের অশ্রু মুছিয়ে দিক!


রাতে নীলপরীর গল্প শোনাক!
না খেলে খাইয়ে দিক!
বৃষ্টিতে ভিজলে শাসন করুক!
ভুল করলে বকুক!


আমার ছোটছোট আবদারগুলো
তার কাছে গুরুত্ব পাক!
অভিমান করলে রাগ ভাঙ্গাক!
আদরে মাখিয়ে দিক!
আমার হাতটাকে
নিজের হাতের মুঠোয় ধরে রাখুক!


আমি যখন ডুকরে কেঁদে উঠবো
তখন শক্ত করে নিজের বুকের মধ্যে
আমাকে আঁকড়ে ধরুক!
আর ওটাই আমার নির্ভরতার
শ্রেষ্ঠ আশ্রয়স্থল হয়ে উঠুক!