পুত্র হলো আর্শিবাদ,কন্যা হলো ঘানি
আদিমযুগের এই প্রথা আমরা এখনো মানি
পরিবারের প্রদীপ ভেবে পুত্র অনেক দামী
কন্যা হলো অনেক বোঝা হয় না সম্মানী


কন্যা জন্মে নয়কো খুশি, পুত্রতে মা হাসে
সত্যি হলো মা জননী পুত্র ভালবাসে
স্বাধীন ভাবে চলতে গেলে পরিবার খুশি নয়
পরিবারই হচ্ছে প্রথম কন্যার অবক্ষয়


রুপের রানী গুনের রানী-কত উপমা
বিয়ের পরে হচ্ছে কন্যা শুধুই অকর্মা
কন্যার ভালো কাজেও পায়না পাশে এ সমাজ
ঘৃনিত সব সমালোচনা এই সমাজের কাজ


কন্যা যে অর্ধাঙ্গিনী!মানতে সমাজ নারাজ...
দাসী বানিয়ে রাখতে পারলে হয় যে পূন্যের কাজ
কন্যাও যে এই সমাজেরই সন্তান, তবে কেন বন্ধি
ঘরের কোনে আটকিয়ে রাখতে আটি নানা ফন্দি


কন্যা নয়কো বোঝা, বিধির অশেষ রহমত
তবে কেন সকল জায়গায় তাদের সম্মানে নয়তো সহমত
কন্যা একদিন মা হবে,হবে সন্তানের বেহেশত
বলেছেন প্রিয় রাসুল কর মায়ের খেদমতো..!!!