অনেক দিন পর ঢাকা থেকে গ্রামে যাব
মনটা বেজায় খুশি..
বাসে করে বাড়ি যাচ্ছি
খরচ কিন্তু দিগুণ-কারন ভাড়া অনেক বেশি..!


পিচঢালা এই কালো পথে যাচ্ছি এঁকে বেকেঁ
রাস্তা যেন ফাকা...
অপূর্ব সব দৃশ্য দেখে
একা ভ্রমণে-নিজেকে লাগছে আরও একা.


রাস্তার দুই পাশে যদি নয়ন মেলে দেখি।
বসুন্ধরা- স্বপ্নধরা...
বাহারি সব সাইনবোর্ডে
মধ্যবিত্ত মানুষগুলা নিয়মিত খাচ্ছে ধরা.


লোভনীয় অফার দেখে-শেষ সঞ্চয় ভেঙে
কত্তো মানুষ বুকিং দেয়..
অবশেষে দেখা যায়..
প্রতারণার হচ্ছে শিকার,সব যে কেড়ে নেয়..!


চলছে যে ভাই তারপরও তাদের ব‍্যবসা
বেজায় জম জমাট..
পরের জমি জোর করে,
নিজের জমির মতো করতেছে ভরাট।


তাদের বিরুদ্ধে ভুক্তভোগী যদি কখনো
আদালতে যাও
তারাই হবে জয়ী
তুমি মধ্যেভিত্ত মাথা চাপরাও...!!