আজকের আমি এবং আমার আগামী
কি বিশাল স্বপ্ন আমার বুনা
আমার সন্তানাদি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে
কি দুঃসহ সংগ্রাম করছি নিয়মিত
সত্য-মিথ্যার গোজামিলে
ওরা প্রতিষ্ঠিত হলেই হবে স্বার্থকতা..!!!


এ সংগ্রাম -স্বপ্ন আমি দেখছি এমন নয়
আমার পূর্ব-পুরুষেরাও ছিল না এর অন্তরায়
এ যেন কালের এক স্বপ্ন ধারা
লোভ-স্বার্থপরতার কঠিন যাতাকলে
পিষ্ট হচ্ছি অনাদিকাল থেকে
আমার পরবর্তী প্রজন্ম কি হবে তার অন্তরায়?


অথচ আমার দুই প্রজন্মের পরে
যারা হবে আমার ভিটার উত্তরাধিকারী
আমি তাদের চিনব কেমন করে?
খতিয়ান দেখে আমার নাম বের করবে
খতিয়ানে কি থাকবে আমার নাম?


কঠিন স্বার্থপরতায় আছন্ন এই পৃথিবী
আমায় মনে রাখতে দেবে না কোন ক্ষনে
আমিও রাখিনি যেভাবে আমার পূর্ব--প্রজন্মকে
ক্ষনজন্মা এই স্বপ্ন...!
নিদারুণ সুখে রাখে বিমোহিত...!!


আমার সন্তানাদি আমার যোগ্য প্রজন্মে প্রতিষ্ঠিত করতে
কখনো নিজেকে রাখিনি নিঃস্বার্থ -নির্লোভ
অন্যর হক মেরে জড়ায়েছি কঠিন পাপাচারে
হবে না কি তার বিচার?
পূর্ব-প্রজন্মকি ছিল এর আওতা মুক্ত?
আমরা কি বিধির কাছে নই প্রতিশ্রুতিবদ্ধ?
তিনি আমাদের ছেড়ে দিয়েছেন
ছাড়তো দেন নি...